Views Bangladesh Logo

ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ২৩.৯৫° উত্তর অক্ষাংশ ও ৯০.৭২° পূর্ব দ্রাঘিমায়—যা নরসিংদী শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এবং টঙ্গীর পূর্ব–উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। তবে উৎপত্তিস্থল অগভীর হওয়ায় ঢাকার আশপাশের জেলাগুলোতেও হালকা কম্পন অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ