১০ দিনে মার্কিন অভিবাসন হেফাজতে চার জনের মৃত্যু

২০২৬ সালের প্রথম ১০ দিনে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হেফাজতে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে।
সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ থেকে ৯ জানুয়ারির মধ্যে নিহতদের মধ্যে ছিলেন হন্ডুরাসের দুই নাগরিক, কিউবার একজন এবং কম্বোডিয়ার একজন। ৭ জানুয়ারি পর্যন্ত সংস্থাটি প্রায় ৬৯ হাজার অভিবাসীকে আটক রেখেছিল। গত বছর কংগ্রেসে আইসিইর জন্য বড় অঙ্কের তহবিল অনুমোদনের পর আটকসংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালে আইসিই হেফাজতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আমলে নির্বাসন ও আটক নীতি কঠোর হওয়ার ধারাবাহিক ফল।
ডিটেনশন ওয়াচ নেটওয়ার্কের অ্যাডভোকেসি ডিরেক্টর সেতারেহ ঘন্দেহারি এই মৃত্যুহারকে “সত্যিই বিস্ময়কর” আখ্যা দিয়ে আটক কেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, আটকসংখ্যা বৃদ্ধির সঙ্গে তুলনায় মৃত্যুর হার ঐতিহাসিক প্রবণতার মধ্যেই রয়েছে এবং আইসিই অন্যান্য কারাগারের তুলনায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করছে।
নিহতদের মধ্যে কিউবার নাগরিক জেরাল্ডো লুনাস ক্যাম্পোস (৫৫) ৩ জানুয়ারি টেক্সাসের ফোর্ট ব্লিসে অবস্থিত ক্যাম্প ইস্ট মন্টানায় মারা যান। আইসিই জানায়, তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে আলাদা রাখা হয়েছিল; পরে তাকে গুরুতর অবস্থায় পাওয়া গেলে জরুরি চিকিৎসা কর্মীরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে।
এছাড়া, হন্ডুরাসের নাগরিক লুইস গুস্তাভো নুনেজ ক্যাসেরেস (৪২) ও লুইস বেলট্রান ইয়ানেজ-ক্রুজ (৬৮) যথাক্রমে ৫ ও ৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার হিউস্টন ও ইন্দিওর আঞ্চলিক হাসপাতালে মারা যান। কম্বোডিয়ার নাগরিক প্যারাডি লা (৪৬) ৯ জানুয়ারি ফিলাডেলফিয়ার ফেডারেল ডিটেনশন সেন্টারে মাদক প্রত্যাহারের গুরুতর লক্ষণ দেখা দেওয়ার পর মৃত্যুবরণ করেন।
সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন মানবিক কারণে আটক থেকে মুক্তির সুযোগ কমিয়ে দেওয়ায় অনেক অভিবাসী ঝুঁকির মুখে পড়ছেন। এদিকে, গত সপ্তাহে মিনেসোটায় এক আইসিই কর্মকর্তার গুলিতে তিন সন্তানের এক মা নিহত হওয়ার ঘটনায় মিনিয়াপলিসসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও আটক ব্যবস্থার মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে