Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে দেশের চলমান ‘জাতীয় সহিংসতার মহামারির’ অংশ বলে অভিহিত করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে তার গাড়ি দিয়ে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ এর ভবনে আঘাত করে। এরপর একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশ প্রধান উইলিয়াম রেনি এক সংবাদ সম্মেলনে জানান, ৯১১–এ ফোন আসার মাত্র আট মিনিটের মধ্যে চার্চের পার্কিং লটে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।

রেনি নিশ্চিত করেন যে, দিনের শুরুতে দুজন নিহত হওয়ার কথা জানানো হলেও পুড়ে যাওয়া চার্চের ধ্বংসাবশেষ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।

তিনি আরও জানান, এই হামলায় আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি চলছে।

হামলাকারীর নাম প্রকাশ করে পুলিশ জানায়, তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড, বয়স ৪০ বছর। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি ওই এলাকাতেই বেড়ে উঠেন এবং একজন সাবেক সেনা সদস্য ছিলেন।

হামলার পরের ছবিতে দেখা বোঝা যায়, ভবনটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে হামলাকারীর ব্যবহৃত ট্রাকটিও দেখা যায়, যেটা দিয়ে ভবনের পাশে ধাক্কা মেরেছিলেন তিনি। ট্রাকটির পেছনে দুটি মার্কিন পতাকা লাগানো ছিল।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে এফবিআই স্পেশাল এজেন্ট রুবেন কোলম্যান জানান, এই হামলার তদন্ত করছে এফবিআই। এটিকে ‘সুনির্দিষ্ট সহিংসতামূলক আক্রমণ’ হিসেবে দেখছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোলাগুলিকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন এবং এটিকে ‘যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের ওপর আরও একটি লক্ষ্যযুক্ত আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমাদের দেশে অবিলম্বে সহিংসতার এই মহামারির অবসান ঘটাতে হবে’

এই হামলাকে ‘সহিংসতার এক মর্মান্তিক কাজ’ বলে নিন্দা করেছে গির্জা কর্তৃপক্ষ। এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে তারা বলেছে, ‘উপাসনালয়গুলো শান্তি স্থাপন, প্রার্থনা এবং সংযোগের স্থান। এ ঘটনার সঙ্গে জড়িত সকলের শান্তি ও আরোগ্য কামনা করি আমরা।‘

এই হামলাটি এমন এক সময় ঘটলো যখন মাসখানেক আগে মিনেসোটার একটি ক্যাথলিক চার্চ ও স্কুলে আরেকটি বন্দুক হামলায় প্রার্থনারত অবস্থায় দুটি শিশু নিহত হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ