Views Bangladesh Logo

ভূমিকম্প আতঙ্কে হল থেকে লাফ দিয়ে আহত ঢাবির ৪ শিক্ষার্থী

ভূমিকম্পে সময় আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, কবি জসীম উদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চারজন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি ভবনে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, হাজী মুহম্মদ মুহসীন হলে অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজির হোসেন, কবি জসীম উদ্দীন হলের ছাত্র ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পায়ে ব্যথা পেয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও জানালা থেকে লাফ দেন। এতে পা ফেটে গুরুতর আহত হন। সবগুলো ভবনই পুরনো।

হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্দিন হল, স্যার এ এফ রহমান, খন্দকার মোকাররম ভবন, শেখ ফজলুল হক মুসলিম হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে। স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে পড়েছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পে শামসুন নাহার হলের একটি ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল ধরেছে। এছাড়া বারান্দায় অনেকটুকু জায়গা ফাকা হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে বিভিন্ন স্থানে নিহত ও ভবন হেলা পড়াসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদী উপজেলার মাধবদী এলাকায়। 
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ