শিকাগোতে গুলিবর্ষণে নিহত ৪, আহত অন্তত ১৪
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন রিভার নর্থ এলাকায় একটি লাউঞ্জের সামনে ভয়াবহ গুলিবর্ষণে চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের বরাতে জানা যায়, শিকাগো অ্যাভিনিউতে চলন্ত একটি গাড়ি থেকে জনাকীর্ণ এলাকায় গুলি চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন একটি লাউঞ্জের সামনে জড়ো হয়েছিলেন।
নিহত চারজনের মধ্যে রয়েছেন দুইজন নারী ও দুইজন পুরুষ। আহত ১৮ জনের মধ্যে ১৩ জন নারী ও পাঁচজন পুরুষ, যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই হামলাকারী গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শিকাগো পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং বলেন, 'এই ঘটনায় যারাই জড়িত, আমরা তাদের খুঁজে বের করব। যারা কিছু দেখেছেন বা জানেন তারা যেন নির্ভয়ে তথ্য দেন।'
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনার ঠিক আগে জনপ্রিয় র্যাপার মেলো ব্যাক্স তার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে ওই লাউঞ্জে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তবে ওই অনুষ্ঠান ও গুলির ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা এখনো পরিষ্কার নয়।
পুলিশ বলেছে, গুলির উদ্দেশ্য বা পেছনের কারণ জানার চেষ্টা চলছে। তদন্তে অগ্রগতি হলে বিস্তারিত জানানো হবে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে