ইন্দোনেশিয়ায় বালির কাছে ফেরি ডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮
ইন্দোনেশিয়ার বালি উপকূলের কাছে একটি ফেরি ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি বুধবার রাতে পূর্ব জাভার বানিউয়াংগি থেকে বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে রওনা দেয়। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিটের মধ্যেই ফেরিটি ডুবে যায়।
জানা গেছে, ফেরিটিতে মোট ৬৫ জন ছিলেন—এর মধ্যে ৫৩ জন যাত্রী, ১২ জন নাবিক ও কর্মী এবং ২২টি যানবাহন ছিল।
এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সমুদ্র উত্তাল থাকায় এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘প্রবল স্রোত ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।’
ইন্দোনেশিয়ার ১৭ হাজারেরও বেশি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য ফেরি অন্যতম সাধারণ মাধ্যম হলেও, নিরাপত্তার অভাব, অতিরিক্ত যাত্রী বহন এবং পর্যাপ্ত লাইফ সেফটি সরঞ্জামের ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এর আগে, ২০২৩ সালে সুলাওয়েসির কাছে একটি ছোট ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে