লিবিয়া উপকূলে দুই নৌকাডুবি, নিহত ৪ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল-খোমস উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতে থাকা ২৬ বাংলাদেশির চারজনের মৃত্যু হয়েছে। অন্য নৌকাটিতে ছিলেন সুদানি ও মিসরীয়সহ মোট ৬৯ জন; তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের কাছে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যায়। প্রথম নৌকাটিতে থাকা ২৬ বাংলাদেশির মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৭ জন সুদানি, দুজন মিসরীয় এবং আট শিশু—তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রেড ক্রিসেন্টের দল ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার, মৃতদেহ সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রধান রুটগুলোর একটি হচ্ছে লিবিয়া। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি অভিবাসীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। বর্তমানে দেশটিতে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির আমলে অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজের সুযোগ পেতেও পারত, তবে তার ক্ষমতাচ্যুতির পর প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে দেশটি অস্থিতিশীল হয়ে পড়ে, যা অভিবাসন সংকটকে আরও ঘনীভূত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে