Views Bangladesh Logo

বেলুচিস্তানে সেনা অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে একদল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যরা গুলি চালায়, পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করা হয়। আইএসপিআর বলেছে, '৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।'

বিবৃতিতে আরও জানানো হয়, নিহতরা আফগান নাগরিক হলেও পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত ছিল এবং বেলুচিস্তানে টিটিপির কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে এসেছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের দাবি, অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট।

আইএসপিআর জানিয়েছে, দেশের সীমান্ত রক্ষা ও বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে, রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় টিটিপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। তবে এ অভিযানে হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ