উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত ৩০
উত্তর-পূর্ব জাপানে সোমবার রাতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে।
আওমোরি প্রিফেকচারাল প্রশাসন জানায়, প্রায় ২ হাজার ৭০০ ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উত্তর-পূর্ব উপকূলজুড়ে কয়েকটি ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভূমিকম্প–পরবর্তীতে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আসবাবপত্র সুরক্ষিত রাখুন, এবং কাঁপুনি অনুভব করলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।' স্থানীয় গণমাধ্যম বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী ধাক্কার সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংকট ব্যবস্থাপনা কেন্দ্রে জরুরি প্রতিক্রিয়া দপ্তর গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা জানান, ক্ষয়ক্ষতি নিরূপণসহ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরকার সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে।
তোহোকু ইলেকট্রিক পাওয়ারের তথ্যে জানা যায়, হিগাশিদোরি ও ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনও অনিয়ম পাওয়া যায়নি। ফুকুশিমা প্ল্যান্টেও কোনও সমস্যা শনাক্ত হয়নি বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে জাপান সরকার।
২০১১ সালে একই অঞ্চলে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে