Views Bangladesh Logo

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: হাসিনা-টিউলিপসহ ২৩ আসামির বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য

পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ২৩ আসামির বিরুদ্ধে তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষীরা হলেন- রাজউকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও সহকারী পরিচালক উল্লাস চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

এর আগে গত ১৩ আগস্ট মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রশাদুল হাসান আদালতে সাক্ষ্য দেন।

পৃথক তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জন; শেখ হাসিনা, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ এবং শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

দুদক চলতি বছরের জানুয়ারিতে পুর্বাচল নিউ টাউন প্রকল্পে অনিয়মের অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা রাজউকের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সহযোগিতায় অনিয়মের মাধ্যমে সেক্টর-২৭ এর কূটনৈতিক জোনে নিজের জন্য এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার দুই সন্তান রাদওয়ান ও আজমিনার জন্য ছয়টি প্লট বরাদ্দ নেন, যা তাদের পাওয়ার যোগ্যতা ছিল না।

গত ২৫ মার্চ এসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে ছয়টি মামলার প্রতিটিতেই শেখ হাসিনা সাধারণ আসামি হিসেবে অন্তর্ভুক্ত। সবাইকে পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এরপর এপ্রিলে শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, আজমিনা, রাদওয়ান ও টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১ জুলাই আদালত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে ২৯ জনকে হাজির হতে সমন জারি করে। গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ