Views Bangladesh Logo

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতীয় ড্রোন হামলায় নিহত ৩ শীর্ষ নেতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) দাবি করেছে, মিয়ানমারে তাদের ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর চালানো ড্রোন হামলায় অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) ভোরে এ হামলা চালানো হয় বলে জানায় সংগঠনটি।

উলফার বিবৃতিতে বলা হয়, প্রথম দফার ড্রোন হামলায় একজন শীর্ষ কমান্ডার নিহত ও ১৯ জন আহত হন। এরপর দ্বিতীয় দফার হামলায় আরও দুই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। হামলায় উলফার আরও বহু সদস্য ও কিছু বেসামরিক লোক আহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি।

ভারতীয় কর্তৃপক্ষ এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বা হামলার তথ্য নিশ্চিত করেনি।

উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এ কারণে সীমান্তের ওপারে, মিয়ানমারে, এসব গোষ্ঠীর ঘাঁটি গড়ে উঠেছে। উলফার পাশাপাশি মণিপুরভিত্তিক আরেক বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে উলফা।

আসামের স্বাধীনতার দাবিতে গঠিত উলফা ১৯৭৯ সাল থেকে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। তবে সংগঠনটির একটি অংশ ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তিচুক্তি করে এবং অস্ত্র পরিহারের ঘোষণা দেয়। এরপর থেকে উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তবুও গত তিন দশকে অঞ্চলটিতে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ