Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও তিনজন সাক্ষী

জুলাই-আগস্ট গণআন্দোলনে ‘গণহত্যার’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চমদিনে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন সাক্ষী। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

তিনজন আসামির অন্যজন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বাকিরা দেশের বাইরে থাকায় তাদেরকে পলাতক দেখিয়ে মামলাটির বিচার চলছে।

সোমবার (১৮ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনালে জবানবন্দি দেন ১০ থেকে ১২তম সাক্ষী নিহত ইমাম হাসান তাইমের ভাই রবিউল, প্রত্যক্ষদর্শী জসিম ও ‘জুলাই যোদ্ধা’ এনাম। পরে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান।

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় এর আগে সাক্ষ্য দিয়েছেন আরও নয়জন। ১৭ আগস্ট চারজন সাক্ষী সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার ও নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম, ৬ আগস্ট দুজন সাক্ষী প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু ও এ কে এম মঈনুল হক, ৪ আগস্ট দুজন সাক্ষী পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভীনের সাক্ষ্য ও জেরা শেষ হয়। ৩ আগস্ট সূচনা বক্তব্যের (ওপেনিং স্টেটমেন্ট) পর সাক্ষ্য দেন প্রথম সাক্ষী গণআন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ।

১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। আট হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে তিন আসামির বিরুদ্ধে হত্যা ও গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। সাক্ষী রয়েছেন ৮১ জন। ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ