লস অ্যাঞ্জেলেসে প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, ৩ পুলিশ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কাউন্টি শেরিফ বিভাগের বিস্কেইলুজ একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এই বিস্ফোরণে আরও একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে তার পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে নিশ্চিত করা হয়নি। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিট) পূর্ব লস অ্যাঞ্জেলেসের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং লটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, এই বিস্ফোরণ যখন ঘটে তখন শেরিফ বিভাগের ডেপুটিরা একটি অবিস্ফোরিত বোমা সরাচ্ছিলেন, যেটি সম্প্রতি একটি বোমা নিষ্ক্রিয়করণ অভিযানে উদ্ধার করা হয়েছিল।
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এলাকা নিরাপদ করতে কাজ করছে। এ ছাড়াও লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে অন্য কোনও সম্ভাব্য বিস্ফোরক আছে কি না তা নিশ্চিত করার জন্য কাজ করছে।
অন্যদিকে এ ঘটনার তদন্তকাজে সহায়তা করছে এফবিআই, অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত ব্যুরো এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগসহ একাধিক ফেডারেল সংস্থা।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক্সে দেয়া এক পোস্টে ঘটনাটিকে “ভয়াবহ” বলে অভিহিত করেন এবং জানান, ‘ঘটনাস্থলে ফেডারেল এজেন্ট পাঠানো হয়েছে এবং তারা বিস্তারিত জানার জন্য কাজ করছে।’
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের দপ্তর জানায়, তাকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছে এবং তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একইসঙ্গে রাষ্ট্রীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলেও নিশ্চিত করা হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজর্সের প্রধান ক্যাথরিন বার্গার এক বিবৃতিতে জানান, তিনি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কী ঘটেছে, আহতদের অবস্থা—সবকিছু জানার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘আমার হৃদয় ভারাক্রান্ত। শেরিফ বিভাগের সাহসী পুরুষ ও নারীদের প্রতি এই কঠিন সময়ে আমার সমবেদনা রইল।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে