Views Bangladesh Logo

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে গোলাগুলি-বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি সদর দপ্তরে সোমবার সকালে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সকাল প্রায় ৮টার দিকে তিনজন জঙ্গি সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করে। এক আত্মঘাতী হামলাকারী গেটেই নিজের জীবন শেষ করে, আর বাকি দুজনকে নিরাপত্তা বাহিনী গুলিতে হত্যা করে। হামলায় এফসি-এর তিন সদস্য শহীদ হন এবং আরও দুজন আহত হন।

হামলার পরপরই পেশোয়ারের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হাসপাতালে আহতদের মধ্যে সাধারণ নাগরিকসহ সবাই স্থিতিশীল আছেন বলে জানানো হয়েছে।

এই আধাসামরিক বাহিনী পূর্বে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি নামে পরিচিত ছিল। সম্প্রতি সরকার এটি পুনঃনামকরণ করেছে। সদর দপ্তরটি জনবহুল এলাকায় একটি সামরিক ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিও হামলার নিন্দা জানিয়েছেন এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সম্প্রতি পেশোয়ারে এটি দ্বিতীয় বড় সন্ত্রাসী হামলা। এর আগে ২০২৩ সালে পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হয়েছিলেন। ২০২২ সালের নভেম্বর থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিলের পর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার এফসি সদর দপ্তরে হামলা চালানোর চেষ্টা করা হলে ছয় সৈন্য শহীদ এবং পাঁচজন জঙ্গি নিহত হয়েছিল। দেশটির সামরিক কর্তৃপক্ষ ভারতীয় প্রক্সি ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর কাজ বলে উল্লেখ করেছে। ডন

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ