Views Bangladesh Logo

ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

র্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৯ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয় তাদের। ইরানের বিচার বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে জানানো হয়, তিন ব্যক্তি মিলে একটি সংঘবদ্ধ চক্র গঠন করে তিনজন নারীকে ধর্ষণ করেন। এ অভিযোগে তাদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আদালতে বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়।

স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, শনিবার ভোরে গোরগানের কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে দোষীদের পরিচয় বা মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানে ধর্ষণ ও হত্যাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। চীনের পর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সাধারণত ইরানে ভোরবেলায় কারাগারেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে চলতি মাসের শুরুতে একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির ফাঁসি জনসমক্ষে কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ