Views Bangladesh Logo

রাজধানীতে তিন বাসে আগুন, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে আগুন এবং বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাতে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১১টা ৫৫ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ভোর পৌনে ৪টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। কে বা কারা এসব ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিসংযোগের আগে শনিবার সন্ধ্যার পর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এরপর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে রাত ৮টা ২০ মিনিটে হাতবোমার বিস্ফোরণ ঘটে। সাড়ে ১০টার দিকে আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি বিস্ফোরণ নিশ্চিত করেছে পুলিশ।

হাতিরঝিল ও শাহবাগ থানা পুলিশ জানায়, আগারগাঁওয়ের দু’টি বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ