যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা, নিহত ২৮
চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে কমপক্ষে ২৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনটি লক্ষ্যবস্তুতে এবং গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া ও জয়তুনে একটি করে ভবনে বোমা হামলা চালানো হয়। এসব হামলায় একাধিক পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। একটি পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ সবাই নিহত হয়েছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, 'যুদ্ধবিরতি চললেও গাজায় প্রতিদিনই সহিংসতা চলছে। আইডিএফের অব্যাহত হামলায় ফিলিস্তিনিদের দিন কাটছে চরম আতঙ্কে।'
হামলার পর আইডিএফ দাবি করেছে, তাদের টার্গেট ছিল হামাসের অবস্থান। বিবৃতিতে বলা হয়, খান ইউনিস ও গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট মোট পাঁচটি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন নয়। তাদের যুক্তি, যুদ্ধবিরতির একটি শর্ত ছিল হামাসকে নিরস্ত্রীকরণ করা- এ কারণেই অভিযান।
তবে হামাস আইডিএফের দাবিকে ‘মিথ্যা যুক্তি’ বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, 'এই হামলা স্পষ্টভাবেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ। নেতানিয়াহু নতুন করে গণহত্যার পথ খুলে দিতে চাইছেন, যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।'
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস সম্মতি দেওয়ার পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। আলজাজিরার তথ্যমতে, গত ৪০ দিনে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির শর্ত কমপক্ষে ৩৯৩ বার লঙ্ঘন করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে