Views Bangladesh Logo

মেক্সিকোতে এলপিজি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৫, আহত ৬০

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)বাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা এলাকায় একটি সড়কে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে তখন প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

বিস্ফোরণের পর ট্রাকটিতে আগুন ধরে যায় এবং আশপাশের অন্তত ৩০টি যানবাহন দগ্ধ হয়। নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, বাকি ১৫ জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

এ ঘটনায় আহত ২১ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসা শেষে ৩৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ