কড়াইলে চালু হলো ২৪ ঘণ্টার নরমাল ডেলিভারি সেন্টার
নগর প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় ঢাকার বনানীর কড়াইল এলাকায় চালু হয়েছে ‘মিডওয়াইফারি লিড ২৪/৭ আলো এনভিডি সেন্টার’। সুইডেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (সিডা) অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই নরমাল ডেলিভারি সেন্টারটি কড়াইল আলো ক্লিনিকের সঙ্গে সংযুক্ত হয়ে কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা কার্যক্রমের সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুইডিশ দূতাবাসের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ডা. চন্দ্রশেখর সলোমন, পিএইচডি’র চেয়ারম্যান মাসুদ করিম, ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আখতার ডলি, সিমেড হেলথের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা শিকদারসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।
প্রকল্পটি পরিচালনা করছে পিএইচডির নেতৃত্বে নারী মৈত্রী ও সিমেড হেলথের সমন্বিত কনসোর্টিয়াম।
দীর্ঘদিন ধরে কড়াইলবাসীর নিরাপদ প্রসবসেবা অনুপস্থিত থাকায় মাতৃ ও শিশুস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছিল। সেই বাস্তবতা বদলে এই নরমাল ডেলিভারি সেন্টার চালু হলো। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রশিক্ষিত মিডওয়াইফ এবং ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে এটি নগর স্বাস্থ্য ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
এখানে প্রসব-পূর্ব ও পরবর্তী সেবা, নবজাতকের যত্ন, জরুরি রেফারেল ব্যবস্থা এবং পরামর্শভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে সম্মানজনক ও নিরাপদ প্রসবসেবার এই উদ্যোগ নগরীর প্রান্তিক জনগণের জন্য বড় এক আশ্বাস বলে জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারা।
সিডা ও ইউনিসেফের সহায়তায় পরিচালিত আলো ক্লিনিক ইতোমধ্যে কড়াইল, মিরপুর, ধলপুর, শ্যামপুর, গাজীপুরের এরশাদনগর এবং নারায়ণগঞ্জের টানবাজার মীনাবাজার এলাকায় ৬টি কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গত সাড়ে তিন বছরে ৩ লাখ ৩৪ হাজার ৭১২ জন রোগীকে ইউনিক রেজিস্ট্রেশনের আওতায় এনে ৮ লাখ ৪৮ হাজার ৪৮৩ বার ডাক্তারের পরামর্শ, ২ লাখ ৭ হাজার ল্যাব টেস্টসহ টিকাদান, পুষ্টি, পরিবার পরিকল্পনা ও অসংক্রামক রোগের সেবা দিয়েছে এই ক্লিনিকগুলো।
এর আগে আলো ক্লিনিকের আওতায় তিনটি নরমাল ডেলিভারি সেন্টার চালু হয়েছে, যেখানে ২৬১টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। কড়াইলের এই নতুন সেন্টারটি চালুর মাধ্যমে সেই উদ্যোগ আরও বিস্তৃত হলো।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে