গাজায় যুদ্ধবিরতি ভেঙে আবারও ইসরায়েলি হামলা, নিহত ২৪
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশু রয়েছে, আহত হয়েছেন আরও ৮৭ জন। ছয় সপ্তাহ ধরে কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি গাজার প্রশাসনের।
আল জাজিরার বরাতে জানা যায়, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজার একটি গাড়িতে। এর পরপরই দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালানো হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় একযোগে ১১ জন নিহত হন বলে জানান আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।
দেইর আল-বালাহর একটি বাড়িতে হামলায় তিনজনের মৃত্যু হয়, যার মধ্যে একজন নারীও আছেন। প্রত্যক্ষদর্শী খলিল আবু হাতাব বলেন, হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তিনি বলেন 'যুদ্ধবিরতি এখন খুবই নাজুক অবস্থায়। কোথাও নিরাপদ বলে মনে হয় না ।'
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে এখন পর্যন্ত ৩৪২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক।
গাজার বক্তব্যের বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করছে, ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় সেনাদের ওপর হামাসের এক যোদ্ধার আক্রমণের পর পাল্টা অভিযান চালানো হয়। তারা আরও জানায়, এই অভিযানে পাঁচজন সিনিয়র হামাস সদস্যকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও মন্তব্য করেনি হামাস।
এদিকে হামাস অভিযোগ করেছে, মনগড়া অজুহাতে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে