থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২
থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিখিও জেলায় ঘটে, যা ব্যাংকক থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশের ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর আছড়ে পড়ে, যার ফলে ট্রেন লাইনচ্যুত হয় এবং কিছু সময় আগুন ধরে যায়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে ধাতব কাঠামো কেটে কাজ করছেন।
স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড জানিয়েছে, ট্রেনে আনুমানিক ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বা কম হতে পারে। দুর্ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন দুর্ঘটনার “সম্পূর্ণ ও সর্বাত্মক তদন্ত” চালানোর নির্দেশ দিয়েছেন। তদন্তে নিরাপত্তা মানদণ্ড মেনে কাজ হয়েছে কি না এবং নির্মাণে কোনও গাফিলতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে