ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ ২১টি মুসলিম দেশ। এসব দেশ যুদ্ধ বন্ধ, শান্তিপূর্ণ সমাধান এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা-র বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএন এ তথ্য জানায়।
যেসব দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে, তারা হলো: মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইরান-ইসরায়েল সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এই পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, অঞ্চলটিকে অবশ্যই পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত রাখতে হবে।
চিঠিতে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সদ্ভাবপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সব ধরনের বিরোধ কেবল কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত—সামরিক শক্তি নয়।
এছাড়া, দেশগুলো জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেয়। তারা স্পষ্ট করে বলে, মধ্যপ্রাচ্যকে একটি পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
প্রসঙ্গত, ইসরায়েল এখনো এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। এই আন্তর্জাতিক চুক্তির লক্ষ্য হলো বৈশ্বিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ এবং নিরাপদ বিশ্ব গড়ে তোলা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে