Views Bangladesh Logo

ইউরোপে নতুন দেশের ঘোষণা ব্রিটিশ তরুণের, নাগরিক ৪০০

মাত্র ২০ বছর বয়সে নতুন একটি দেশের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ তরুণ ড্যানিয়েল জ্যাকসন। ‘দ্য ফ্রি রিপাবলিক অব ভারডিস’ নামের এই স্বঘোষিত রাষ্ট্রটি ইউরোপের দানিউব নদীর তীরের একটি ১২৫ একর বনভূমিতে অবস্থিত, যেটি ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে কোনো দেশেরই নিয়ন্ত্রণে নেই।

জ্যাকসনের দাবি, ভারডিসে এখন একটি সরকার, জাতীয় পতাকা, মন্ত্রিসভা, নিজস্ব মুদ্রা এবং প্রায় ৪০০ জন নাগরিক রয়েছে। তিনি নিজেকে দেশটির রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন।

ড্যানিয়েল জ্যাকসন পেশায় একজন ডিজিটাল ডিজাইনার। তিনি জানান, এই দেশ গঠনের চিন্তা তার মাথায় আসে ১৪ বছর বয়সে। পরে ১৮ বছর বয়স থেকে তিনি সরকারের কাঠামো, আইনের খসড়া এবং পতাকার নকশা তৈরির কাজ শুরু করেন।

ভারডিসে ইউরো মুদ্রা ব্যবহার করা হয় এবং দেশের সরকারি ভাষা হিসেবে ইংরেজি, ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান ব্যবহৃত হচ্ছে। দেশটিতে প্রবেশের একমাত্র উপায় হলো নৌকায় করে ক্রোয়েশিয়ার ওসিয়েক শহর থেকে যাত্রা করা।

তবে ২০২৩ সালের অক্টোবর মাসে ভারডিসের জমিতে বসতি স্থাপন করতে গেলে ক্রোয়েশিয়ান পুলিশ জ্যাকসনসহ কয়েকজনকে আটক করে এবং দেশে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা জারি করে। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইনি বাধা থাকলেও জ্যাকসন জানিয়েছেন, তিনি ভারডিসকে 'নির্বাসনে থাকা সরকার' হিসেবে পরিচালনা করছেন। এই স্বঘোষিত রাষ্ট্র এখনো কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ