Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০

ন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

জাকার্তা পুলিশপ্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে কেউ আটকা আছেন কি না—তা খুঁজে দেখা হচ্ছে। দুপুরে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তখন কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন।

বিকেল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ জনে। পুলিশপ্রধান জানান, উদ্ধারকাজ চলছে এবং আগুন নেভানোর পর ভবনের তাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ওই ভবনেই অবস্থিত টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়—যা খনিজ, কৃষিসহ বিভিন্ন খাতের জন্য আকাশপথে জরিপ পরিচালনায় ব্যবহৃত ড্রোন সরবরাহ করে। এটি জাপানের টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।

কম্পাস টিভির ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা ভবন থেকে মানুষ উদ্ধার করছেন এবং লাশের ব্যাগ নিচে নামাচ্ছেন। কয়েকজন কর্মীকে বহনযোগ্য মই ব্যবহার করে ওপরের তলা থেকে নামতেও দেখা যায়। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ