রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, নিহত ২০
ভারতের রাজস্থানে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ২০ নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
কর্মকর্তারা জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) বাসটি জয়সলমির থেকে যোধপুরের উদ্দেশে রওনা দেয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটিতে ৩৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন।
স্থানীয় বিধায়ক মহন্ত প্রতাপ পুরি বলেন, ‘আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে যাত্রীরা বাস থেকে নামার সুযোগই পাননি।’
তিনি আরও বলেন, ‘বাসটি নতুন, সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত। এতে যাত্রী ওঠানামার জন্য মাত্র একটি দরজা ছিল। এর ফলে পেছনের দিকে বসা যাত্রীরা বের হতে পারেননি।’
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাসটি ছাড়ার পাঁচ মিনিট পরেই পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক কোনোমতে একটি সামরিক স্টেশনের কাছে বাসটি থামাতে সক্ষম হলেও ততক্ষণে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের আহ্বান জানিয়েছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের পরিকল্পনা করছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে