নেপালে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুজন বন্দি নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। বন্দিরা কারাগার থেকে মুক্তি দাবি করলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা গুলি চালায়। এই ঘটনায় আরও ১২জন বন্দি আহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে, এমনটিই বলছে বিবিসি বাংলা।
এর আগে, মঙ্গলবার রাতে নেপালের বাঁকের জেলার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টার সময় পাঁচজন কিশোর বন্দি মারা যায়। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর থেকেই নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে অনেক বন্দি পালিয়েছেন।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া বেশ কিছু বন্দিকে আটক করেছে। বুধবার সেনাবাহিনী তথ্য দেয় যে, সপ্তারী জেলার রাজবিরাজ কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে। এছাড়া, ভারতের দিকে পালানোর চেষ্টা করার সময় আরও সাতজন বন্দিকে আটক করা হয় এবং ১২ জন স্বেচ্ছায় কারাগারে ফিরে এসেছেন।
নেপালের গণমাধ্যম হিমালয়ান টাইমস-এর খবরে বলা হয়েছে, নেপালে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ৩৪ এবং আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এই তথ্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে