লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত চারজন
দক্ষিণ লেবাননে তিনটি পৃথক ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত দুজন হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্য এবং আহত দুজন বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নাবাতিয়েহ জেলার একটি মহাসড়কে একটি গাড়িতে একটি এবং সীমান্তবর্তী নাকোরায় একটি ট্রাকে অন্য একটি ড্রোন আঘাত করা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তৃতীয় হামলাটি হয় সীমান্তবর্তী পূর্ব সেক্টরের হুলা গ্রামে।
সরকারি ও নিরাপত্তা সূত্রের বরাতে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণ লেবাননের গভীরে নাবাতিহের টল-কফোরে সেনা চেকপয়েন্টের কাছে সকালে ‘শত্রু ড্রোন’ গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে গাড়িটি লক্ষ্য করে হামলা চালায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গাড়ির ভেতরে থাকা একজন নিহত এবং পাশ দিয়ে যাওয়া আরও দুজন আহত হন। লেবাননের নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানায়, নিহত হাসান আহমেদ সাবরা হিজবুল্লাহর সদস্য।
ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলের নাকোরায় ইসরায়েলি ড্রোন দিয়ে অন্য হামলাটি চালানো হয়। একটি ট্রাক লক্ষ্য করে হামলায় ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানায়, নিহত আলী ফাওজি আতউই হিজবুল্লাহ সদস্য ছিলেন।
এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আরেকটি হামলায় দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী পূর্ব সেক্টরের হুলা গ্রামের পূর্বাঞ্চলে একটি ভবন উড়িয়ে দিয়েছে।
গত বছরের ২৭ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটেছিল। যুদ্ধবিরতি অনুসারে, দক্ষিণ লেবানন থেকে নিজ নিজ বাহিনী প্রত্যাহারেরও কথা ছিল উভয়পক্ষের।
তবে, ওই চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী মাঝে মাঝে লেবাননে হামলা চালিয়ে আসছে। দেশটির দাবি, তাদের উদ্দেশ্য হিজবুল্লাহর ‘হুমকি’ নির্মূল করা। ১৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ প্রত্যাহারের সময়সীমা থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননের সীমান্ত অঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে সেনা মোতায়েন বজায় রেখেছে। গোষ্ঠীটির বিরুদ্ধে ক্ষমতা পুনর্নির্মাণেরও অভিযোগ তুলে হামলাও অব্যাহত রেখেছে দেশটি।
অন্যদিকে, হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল তার বিমান হামলা বন্ধ এবং দেশের দক্ষিণ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ করবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে