Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় ইরানে আইআরজিসির আরও ২ শীর্ষ কমান্ডার নিহত

সরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর একাধিক হামলায় ইরানে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আরও দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে তাদের পরিচয় প্রকাশ করেছে।

নিহতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি ও ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। দুজনই আইআরজিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

শুক্রবার রাতে রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় বিমান হামলা চালায় আইএএফ। ওই অভিযানে তেহরানের নিকটবর্তী কোম প্রদেশে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি। একই সময়ে তেহরানেই প্রাণ হারান ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

আইডিএফের তথ্যমতে, আমিন পৌর যোধি ছিলেন আইআরজিসির সামরিক ড্রোন বা ইউএভি ইউনিটের প্রধান। পূর্বে তিনি এই ইউনিটের উপ-প্রধান ছিলেন এবং ১৩ জুন শুরু হওয়া হামলার পর তাকে শীর্ষ দায়িত্বে নিযুক্ত করা হয়। উল্লেখ্য, ড্রোন সক্ষমতায় ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ।

অন্যদিকে, নিহত বেনহাম শারিয়ারির দায়িত্ব ছিল ইরানসমর্থিত গোষ্ঠী—হিজবুল্লাহ, হামাস, হুথি ও অন্যান্য সশস্ত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের অস্ত্র সরবরাহ নিশ্চিত করা।

এ পর্যন্ত ইরানি সেনাবাহিনী বা আইআরজিসি এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ