Views Bangladesh Logo

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সেনা নিহত, আহত ১০

ম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৯ আগস্ট) নবম দিনের মতো চলমান এই সংঘর্ষে আরও দুই সেনা আহত হওয়ায় মোট হতাহতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে বন্দুকধারীরা শক্ত অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ের এটাই বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।

ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কর্পস সদর দপ্তর এক্স বার্তায় লেফটেন্যান্ট নায়েক প্রিতপাল সিং ও হরমিন্দর সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের সাহস এবং নিষ্ঠাকে চিরকাল স্মরণীয় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা জানিয়েছে।

আলাপনে লুকিয়ে থাকা বন্দুকধারীদের খুঁজে বের করতে শত শত সেনা বৃহত্তম অভিযান চালাচ্ছে। ড্রোন এবং আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে। প্রচণ্ড গুলিবর্ষণ এবং মাঝে মাঝে বিস্ফোরণের মাঝে ড্রোন থেকে বিস্ফোরক ফেলার দৃশ্যও দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ