কুয়ালালামপুর বিমানবন্দরে ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) নিরাপত্তা কর্মকর্তাদেরকে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একটি পর্যটন কোম্পানির পরিচালক বলে জানা গেছে।
মালয়েশিয়ার গণমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে নেগেরি সেমবিলান এবং কুয়ালালামপুরে অভিযান চালানোর সময় প্রায় ৫০ বছর বয়সী এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ রয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিমানবন্দরের টার্মিনাল ১-এ নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে বিদেশি নাগরিকদেরকে অবৈধ প্রবেশে সহায়তা করছিলেন। কর্তৃপক্ষের ধারণা, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা “কাউন্টার সেটিং” নামে একটি অবৈধ পদ্ধতির মাধ্যমে বিদেশিদের ইমিগ্রেশন ছাড়পত্র দ্রুত করিয়ে থাকে।
বুধবার মালয়েশিয়ার পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে।
দুই বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এমএসিসির গোয়েন্দা বিভাগের সিনিয়র ডিরেক্টর দাতুক সাইফুল এজরাল আরিফিন বলেন, এই মামলাটি এমএসিসি আইন ২০০৯-এর ধারা ১৬(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে