Views Bangladesh Logo

রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

ত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতার করা গেলে পুরো ঘটনা জানা যাবে।’

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও মামলা করা হয়নি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে, পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে। এ সময় গোলাম কিবরিয়া দোকানের একটি চেয়ার ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। দোকানে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের ঠেকাতে কেউ পারেননি।

মাত্র ১০ সেকেন্ডের মধ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ