Views Bangladesh Logo

টেনেসিতে মার্কিন সেনাবাহিনীর সরবরাহকারী কারখানায় বিস্ফোরণ, নিখোঁজ ১৯

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’-এ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় এই বিস্ফোরণ ঘটে। এতে কোম্পানির ১,৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে।

বিস্ফোরণের মাত্রা এতই তীব্র ছিল যে কয়েক মাইল দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়। ঘটনাস্থল বিস্ফোরকে ভরতি থাকায় উদ্ধারকর্মীরা শুরুতে সেখানে প্রবেশ করতে পারেননি। হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা কর্মকর্তা ক্রিস ডেভিস বলেন, 'বলার মতো ভাষা নেই-সব কিছুই ধ্বংস হয়ে গেছে।'

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস খাত এবং ভবন ধ্বংসের কাজে ব্যবহৃত বিস্ফোরক সরবরাহ করে। প্রতিষ্ঠানটি বাকসনোর্ট শহরের বনাঞ্চলীয় পাহাড়ি এলাকায় অবস্থিত, যা নাশভিলের দক্ষিণ-পূর্বে প্রায় ৯৭ কিলোমিটার দূরে।

সরকারি নথি থেকে জানা গেছে, অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে একাধিক পুরোনো চুক্তি সম্পাদন করেছিল। ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ