১৮ দল নিয়ে নতুন জোট ‘এনডিএফ’ ঘোষণা
জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৮টি দলকে এক ছাতার নিচে নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
জোট গঠনের প্রক্রিয়া শুরু হয় গত ৩০ নভেম্বর এক মতবিনিময় সভার মধ্য দিয়ে। ওই বৈঠকে নতুন জোটের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়। সভায় ১৬টি দল উপস্থিত থাকলেও পরবর্তীতে আরও কয়েকটি দল এতে যুক্ত হওয়ার আগ্রহ জানায়।
নতুন জোট এনডিএফের নেতারা জানিয়েছেন, সামনে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জোটে থাকা দলগুলো হলো— জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে