ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে নিহত ১৮
ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টিতে দুটি অঞ্চলে হওয়া পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি পাহাড়ধসে চাপা পড়ে। তিন থেকে আট মিটার (১০–২৫ ফুট) গভীর মাটির নিচে মানুষ চাপা পড়ায় উদ্ধারকাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
চিলাচাপের ভূমিধসে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ প্রধান এম আবদুল্লাহ। এ ঘটনায় ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা এক্সকাভেটর দিয়ে মাটি সরানোর চেষ্টা করছেন, তবে গভীরতা বেশি হওয়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
সোমবার প্রকাশিত স্থানীয় একটি গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, চিলাচাপে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। তবে গভীরতা বাড়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছিল।
এর আগে শনিবার বানজারনেগারা এলাকায় আরেকটি ভূমিধসে দুজন মারা যান। সেই ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বর্ষা মৌসুম চলবে আগামী এপ্রিল পর্যন্ত। এ সময়ে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে