যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রাফাহ সীমান্ত এলাকায় বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হামলার নির্দেশ দেন। এরপর থেকেই গাজার একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তারা জানায়, গাজায় নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর আপাতত স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, ইসরায়েল বড় ধরনের উসকানি দিলে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং বাকি ১৩ জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
তবে রাফাহে সংঘটিত ঘটনার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে হামাস।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি জরুরি ত্রাণ কার্যক্রমও কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।
এক বিবৃতিতে হামাস ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির 'স্পষ্ট লঙ্ঘন' বলে আখ্যা দিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেন, 'গাজায় কিছু ছোটখাটো সংঘর্ষ হয়েছে, আমরা জানি একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। তবুও আমরা আশা করি শান্তি বজায় থাকবে।'
হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বলেন, 'মরদেহ উদ্ধারে আমাদের কিছু সমস্যা হচ্ছে। যে বিলম্ব ঘটছে, তার দায় ইসরায়েলের ওপরই বর্তায়।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে