Views Bangladesh Logo

যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকার অদূরে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১৫ আগস্ট) ঢাকা-আশুলিয়া রুটের কয়েকটি এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজের জন্য শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের ১২ ইঞ্চি ব্যাস × ১৪০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। সেই সঙ্গে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দু’পাশের সব গ্রাহকের লাইনেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব অঞ্চলের আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ