ফিলিপাইনে ফেরি ডুবি: নিহত ১৫, নিখোঁজ অন্তত ৪৩
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে যাত্রী ও ক্রুসহ একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এখনো কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার ভোরে স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন। এ পর্যন্ত কোস্টগার্ডের ডুবুরি দল জীবিত অবস্থায় ১৩৮ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।
বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং ফিলিপাইন কোস্টগার্ডের বাসিলান শাখার বরাতে এসব তথ্য জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই এটি ডুবে যায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কোস্টগার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তাদের প্রধান লক্ষ্য নিখোঁজদের উদ্ধার।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেন, উদ্ধার কার্যক্রম জোরদার করতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। তিনি জানান, জনবল সংকটের মধ্যেই যৌথভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং সমন্বয়ের দায়িত্বে রয়েছে মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, প্রায় ১১ কোটি ৬০ লাখ মানুষের দেশ ফিলিপাইনে নৌদুর্ঘটনা নতুন নয়। ২০২৩ সালেও দেশটির দক্ষিণাঞ্চলে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে