Views Bangladesh Logo

কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত

লম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে বুধবার একটি টুইন-প্রোপেলার প্লেন বিধ্বস্ত হয়ে এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছে। বোগোতা কর্তৃপক্ষ জানিয়েছে, কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে উড্ডয়ন করা এই ফ্লাইটটিতে ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন।

বিমানের ওকানায় অবতরণের কিছুক্ষণ আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণে কোনো আরোহীই বেঁচে নেই। কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা এই ফ্লাইট পরিচালনা করেছিল।

নিহতদের মধ্যে ছিলেন চেম্বার অব ডেপুটির সদস্য ৩৬ বছর বয়সী ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডো। কুইন্টেরোর দল তাকে ‘তার সমর্থকদের প্রতি নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে বর্ণনা করেছে।

উত্তর সান্তান্দা রাজ্যের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানিয়েছেন, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভে পেট্রো এক্সে শোক প্রকাশ করে নিহতদের পরিবারে সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানানো হয়নি।

সূত্র: এএফপি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ