Views Bangladesh Logo

মানবতাবিরোধী অপরাধে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের ট্রাইব্যুনালে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোন কারাগারে রাখা হবে, তা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ।


সকালে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে—

রামপুরায় গণহত্যা মামলা (১৮-১৯ জুলাই) : শুনানির জন্য ৫ নভেম্বর তারিখ নির্ধারণ। গুমের অভিযোগে দুটি মামলা : পরবর্তী শুনানি ২০ নভেম্বর।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম ও নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা ‘আয়নাঘর’-এ গুমের অভিযোগে আরেকটি মামলায় হাসিনা-তারিকসহ ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।

সবমিলিয়ে তিন মামলায় মোট ২৫ সেনা কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন। গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—


ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ও কর্নেল কে এম আজাদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ