করাচিতে পাঁচতলা ভবন ধসে ১৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো ২৫ থেকে ৩০ জনের মতো মানুষ আটকে আছেন।
শুক্রবার বিকেলে করাচির লায়ারি এলাকার শাইখা রোডে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি করাচির পুরোনো শহরের অংশ হিসেবে পরিচিত। পাঁচতলা ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল এবং এটি আগে থেকেই ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত ছিল বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন। আটকে পড়া লোকজনের সংখ্যা ও ভবনের অবস্থার বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব বলেন, 'ধসে পড়া ভবনটি বহু বছর আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। নগর প্রশাসনের পক্ষ থেকে এটি সহ শহরের পুরোনো অংশের ৪ শতাধিক ভবনকে ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের বারবার সরিয়ে নিতে অনুরোধ করা হলেও অনেকেই সেই সতর্কবার্তা উপেক্ষা করেছেন।'
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। ভবনটির আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে