তাইওয়ানে বাঁধ ভেঙে বন্যায় ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২৪
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে একটি হ্রদের বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ১২৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সুপার টাইফুন ‘রাগাসা’র প্রভাবে টানা ভারী বর্ষণের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, ভারী বৃষ্টিতে ভূমিধসের ফলে কয়েক দশক আগে গঠিত এই হ্রদের বাঁধটি ভেঙে যায়। হঠাৎ করে ধসে পড়া হ্রদ থেকে পানি ও কাদার প্রবল ঢেউ হুয়ালিয়েনের কুয়াং ফু টাউনশিপে প্রবেশ করে। এতে একটি সেতু ভেঙে যায় এবং বেশ কিছু আবাসিক এলাকা তলিয়ে যায়।
হুয়ালিয়েন কাউন্টি সরকারের মুখপাত্র লি কুয়ান-টিং জানিয়েছেন, এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রশাসন জানিয়েছে, টাইফুন রাগাসার কারণে তাইওয়ানজুড়ে ৭ হাজার ৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় কমিউনিটি নেতা ৫৫ বছর বয়সী হসু চেং-হসিউং বলেন, ‘এটা ছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো। কাদামাটি মিশ্রিত পানির ঢল আমার বাড়ির নিচতলায় ঢুকে পড়ে।’
বাসিন্দারা জানান, ঘটনার আগে পরিস্থিতি ছিল স্বাভাবিক। ৩১ বছর বয়সী ইয়েন শাউ বলেন, ‘বাঁধ ভাঙার এক ঘণ্টা আগে মানুষ বাজারে কেনাকাটা করছিল। এরপর কয়েক মিনিটের মধ্যে পানি বেড়ে যায়।’
উদ্ধারকর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এলাকায় ব্যাপক জলাবদ্ধতা, বন্যার পানিতে ডুবে আছে যানবাহন এবং উপড়ে গেছে গাছপালা।
জানা গেছে, টাইফুন রাগাসা চলতি মৌসুমে তাইওয়ানে আঘাত হানা দ্বিতীয় বড় ঝড়। এর আগে জুলাইয়ে টাইফুন ডানাস দক্ষিণ তাইওয়ানে ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটিয়ে দুজনকে হত্যা করে এবং শতাধিক মানুষকে আহত করে।
তাইওয়ানে সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টাইফুন মৌসুম চলে। এ সময় একাধিক ভয়াবহ ঝড়ের আশঙ্কা থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে