পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিম পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন সেনাসদস্য নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছেন। খবর আরব নিউজের।
শনিবার (২৮ জুন) স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, একটি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলা চালায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৩ জন সৈন্য নিহত হন, আর ১০ জন সেনাসদস্যসহ ১৯ বেসামরিক নাগরিক আহত হন।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছয়টি শিশু আহত হয়, যারা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানভিত্তিক তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে