সুদানের দারফুরে আরএসএফের হামলায় নারী-শিশুসহ নিহত ১৩
সুদানের দারফুর অঞ্চলে কুখ্যাত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
সুদানের চিকিৎসক সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, রোববার (২৪ আগস্ট) এল-ফাশের ও নিকটবর্তী টুয়েলার সংযোগ সড়কে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশু, চারজন নারী এবং চারজন প্রবীণ মানুষ রয়েছেন।
সংগঠনটি এ হামলাটিকে জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জানিয়েছে, ‘দারফুরে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে আরএসএফের জাতিগত নিধন ও গণহত্যার চলমান অভিযানের আরেকটি অধ্যায় এই হত্যাকাণ্ড।’
এর আগের দিন শনিবার এল-ফাশেরের একটি হাসপাতালে গোলাবর্ষণ করে আরএসএফ। এতে একজন স্বাস্থ্যকর্মী ও ছয়জন রোগী আহত হন। আহতদের মধ্যে একজন শিশু এবং এক গর্ভবতী নারীও ছিলেন।
এ নিয়ে পরপর দুই দিনে আরএসএফের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটল। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আধাসামরিক বাহিনীটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে