Views Bangladesh Logo

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

এর একদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণে ১৩ জন নিহত হন। সোমবার সন্ধ্যায় স্টেশনটির কাছে একটি চলন্ত গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে, এতে বহু মানুষ আহতও হন।

ইসলামাবাদের ঘটনায় মঙ্গলবার এক বিবৃতিতে শহরটির পুলিশের মুখপাত্র জানান, ‘বিস্ফোরণটি কীভাবে ঘটেছে, তা আমরা তদন্ত করছি। বিষয়টি এখনো পরিষ্কার নয়। ফরেনসিক দলের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’

বিস্ফোরণটি ঘটে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে—যেখানে প্রতিদিন মামলা–সংক্রান্ত কাজে বহু মানুষ ও দর্শনার্থীর ভিড় থাকে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুলিশ ভ্যানের পাশে কয়েকজন রক্তাক্ত মানুষ মাটিতে পড়ে আছেন। ঘটনাস্থলের দৃশ্য ছিল ভয়াবহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ