২৫৩ আসনে সমঝোতা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে প্রার্থী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী জোট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এই সমঝোতার ঘোষণা দেন।
ঘোষণায় বলা হয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে।
এছাড়া, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন এখনও চূড়ান্ত করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করেনি।
সংবাদ সম্মেলনের শুরু হয় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রাথমিক বক্তব্য দিয়ে। সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির অলি আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপা ও খেলাফত আন্দোলনসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা।
তাহের জানান, ছোটখাটো কিছু অস্পষ্টতা এখনো আছে, তবে প্রার্থিতা প্রত্যাহরের আগে সেগুলো চূড়ান্ত করা হবে। বাকি ৪৭টি আসন বিষয়ে যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাদের জন্যও পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে