Views Bangladesh Logo

স্পেনে তীব্র তাপদাহে ১৬ দিনে ১,১৫০ জনের মৃত্যু

য়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে সবচেয়ে গুরুতর পরিস্থিতি দেখা দিয়েছে স্পেনে। টানা ১৬ দিনের তীব্র গরমে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১,১৫০ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। খবর এএফপির।

প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত এই মৃত্যু সংখ্যা রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

এএফপিকে দেয়া তথ্যে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গবেষণায় ব্যবহার করা হয়েছে দেশের মর্টালিটি মনিটরিং সিস্টেমের তথ্য। এই সিস্টেমে ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করা হয়। এর পাশাপাশি জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যও যুক্ত করা হয়েছে।

তবে আবহাওয়া সংস্থা সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপদাহকে নিশ্চিত না করলেও গবেষকরা বলছেন, তীব্র গরমই এ ধরনের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন মানুষ চরম গরমে মারা গেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীজুড়ে তাপপ্রবাহ দিন দিন আরও দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী হয়ে উঠছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ