মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
রাজধানীর মোহাম্মদপুর থানায় দিনভর বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন—ইয়াসিন (২২), রায়হান (২৩), পারভেজ (৩০), আহাম্মেদ সাদমান (২৯), সাজিদ (২২), আলামিন (২৫), ইমন (২৩), কাশেম (২৩), মাহমুদ হাসান স্বাধীন (২৩), মিঠু (৩০) ও শাকিল (২৪)।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য। গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ আরও জানায়, এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান চালানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে