হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এখন পর্যন্ত এই মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে অপরাধ স্বীকার করে সত্য উদঘাটনে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ।
মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে মোট ৮,৭৪৭ পৃষ্ঠা রয়েছে, যার মধ্যে ২,০১৮ পৃষ্ঠা মূল তথ্য, ৪,০০৫ পৃষ্ঠা জব্দকৃত তালিকা ও নথিভুক্ত প্রমাণ এবং ২,৭২৪ পৃষ্ঠা শহীদদের তালিকার বিস্তারিত তথ্য রয়েছে। মোট ৮১ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে।
গত ১২ মে প্রধান প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ১ জুন আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে