নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান গত মাসে দেশটির এক খ্রিস্টান ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। তারা রোববার, ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মীয় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) এর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
২০২৫ সালের ২১ নভেম্বর, উত্তর-মধ্য নাইজেরিয়ার নিগার প্রদেশের পাপিরি গ্রামে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষকদের অপহরণ করে।
সেই একই দিনে যৌথ বাহিনী উদ্ধার অভিযান শুরু করে এবং ১৫ দিনের প্রচেষ্টার পর ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক নিখোঁজ রয়েছেন এবং তাদের কোনো খোঁজ মেলেনি।
নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নিগারের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান ড্যানিয়েল অ্যাটোরি বলেন, “বাকি ১২৭ শিক্ষার্থী ও ১২ শিক্ষকের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সরকার কোনো তথ্য প্রদান করেনি। আমরা তাদের নিরাপত্তা এবং দ্রুত ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”
নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড ও সহিংসতা বেড়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যেমন আল-কায়েদা এবং ইসলামিক স্টেট দ্বারা প্রভাবিত সশস্ত্র গোষ্ঠী নিয়মিতভাবে খ্রিস্টান উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালায়।
এর আগে, ২০২৪ সালের মার্চে, কাদুনা প্রদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০ এর বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে