Views Bangladesh Logo

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১০

যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অধীনে মিশরের শার্ম এল শেখ রিসোর্ট শহরে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য ও সাহায্যের জন্য অপেক্ষারত তিনজন ছিলেন।

গত সপ্তাহে গাজার জন্য একটি নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এ প্রস্তাবতে তাৎক্ষণিকভাবে স্বাগত জানায় ইসরায়েল এবং হামাসও ৩ অক্টোবর এতে সম্মতি দেয়। ৪ অক্টোবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় হামলা ও বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানান ট্রাম্প।

এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, তিনি আইডিএফকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে গাজাভিত্তিক সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের ওই আহ্বানের পর গত তিন দিনে ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হয়েছেন। তাদের সকলেই আইডিএফের গুলিতে মারা গেছেন।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেড্রোসিয়ান সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ট্রাম্পের আহ্বানের পর থেকে ইসরায়েল ‘প্রতিরক্ষামূলক অভিযান’ পরিচালনা করছে।

এদিকে মিশরীয় দৈনিক আল কাহেরা নিউজের খবর অনুযায়ী, সোমবার শার্ম এল শেইখে যুদ্ধবিরতি আলোচনার প্রথম অধিবেশন শুরু হয়। এতে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং হামাসের প্রতিনিধিরা অংশ নেন।

মিশরীয় কর্মকর্তারা জানান, প্রাথমিক আলোচনায় গাজায় থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার বিষয়ে মনোযোগ দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ